দুর্বাঘাস

Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম: দুর্বাঘাস
বৈজ্ঞানিক নাম : Cynodon dactylon পরিবার : Poaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
একটি ষ্টিলের পাত্রে এক লিটার নারিকেল তেল নিয়ে আগুনে গরম করতে হবে। তেলের ফেনা মিলিয়ে যাবার পর পাত্র আগুন থেকে নামিয়ে ১০০ মিলি লিটার দুর্বাঘাসের রস মিশিয়ে পাত্রটি আবার আগুনে বসাতে হবে। দুর্বার রস তেলের মধ্যে সবটা মিশে গেলে এবার আগুন থেকে নামিয়ে বড় বোতলে ভরে রাখতে হবে। প্রতিদিন গোসলের এক ঘন্টা আগে এটা চুলে মাখলে চুল উঠা বন্ধ হবে।
সবরি কলার সাথে দুর্বার রস সকালে খালি পেটে খেলে অনেক পুরানো গ্যাষ্টিক রোগ ভাল হয়। প্রতিদিন আধা পোয়া খেতে হবে।
দাঁতে পোকা হলে ৩/ ৫টি গাছের ডোগা একত্রে হাতে ডলে বাসি মুখে ঐ ঘাসের উপর হাম ছাড়লে পোকা পড়ে যায়।
হাত পা কেটে গেলে দুর্বাঘাস চিবিয়ে কাটা স্থানে লাগালে রক্তপড়া বন্ধ হয়।
শ্বেত প্রদরজনিত দূর্বলতায় দুর্বা ও কাঁচা হলুদের রস সমান পরিমাণ মিশিয়ে দুধের সঙ্গে খেলে রোগ সহজে সেরে যায়। তবে শরীরে বাত রোগ থাকলে খাওয়া যায় না ? (কুষ্টিয়া)
কারও কমলা (জণ্ডিস) হলে সকালে কুয়াশার মধ্যে দুর্বা ঘাসের উপর দিয়ে হাঁটলে কমলা রোগের জন্য বেশ উপকারী।
মোটা দুর্বা যে গাছে ফুল ধরে সে গাছের একই গাছকে তিনটি ভাজ করতে হবে। তারপর যে কোন সুতা দিয়ে বেঁধে শনিবার কিংবা মঙ্গলবার দিন বেলা ডুবার সাথে সাথে কপালের মাঝে ও দুই দিকে দুটি বেঁধে দিতে হয়। সাত দিন পর কামলা রোগ ভাল হয়।