তিল
Monday 30 November -0001অন্যান্য স্থানীয় নাম: তিল
বৈজ্ঞানিক নাম : Sesamum indicum পরিবার : Pedaliaceaeপ্রধান ব্যবহার :তেল/ ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
মাথা ঘুরালে তিলের তেল মাথায় লাগালে ভাল উপকার পাওয়া যায়।
তিলের তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে ও চুল কালো হয়। মাথায় খুসকি হলে তিল পাতা কচলিয়ে রস বের করলে ফেনার মত হয়, সেই ফেনা দিয়ে মাথা পরিষ্কার করলে খুশকি দূর হয়। মাথার চুল ভাল থাকে।
তিলের শিকড়ে চুল কালো করার শক্তি আছে। কাঁচা শিকড় বেটে গোসলের দু-তিন ঘন্টা আগে মাথায় দিয়ে রাখতে হবে। এ শিকড় পাকা চুলে লাগালে ধীরে ধীরে কালো হবে।
গান্দি পোকা লেগে যে ঘাঁ হয় তাতেও তিল বেটে লাগালে ভাল হয়।
অর্শ রোগ হলে পায়খানার দরজার একপাশ দিয়ে মাংস বের হয়। এই ক্ষেত্রে কালো তিল ১ মুঠ নিয়ে পানিতে ভিজিয়ে রেখে একটু ঘসে খোসাটা ওঠে যাবে তখন তিলগুলো বেটে সাথে গাওয়া মাখন মিশিয়ে জ্বাল দিয়ে হালুয়া তৈরী করে খেলে উপকার পাওয়া যায়।