রয়েল পাম/ বোতল পাম
Monday 30 November -0001অন্যান্য স্থানীয় নাম: রয়েল পাম/ বোতল পাম
বৈজ্ঞানিক নাম : Oreodoxa regia পরিবার : Arecaceaeপ্রধান ব্যবহার :শোভা বর্ধনকারী গাছ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
রয়েল পাম/ বোতল পাম গাছটি তাল গাছের মতো। দেখতে লম্বা বোতলের ন্যায় জন্য এ গাছের বাংলায় বোতল পাম নামে পরিচিত।কিউবায় এই পাম গাছকে রয়েল পাম বলা হয়। সেখানে এটি রাজকীয় পাম হিসেবে পরিচিত। কিউবায় পাম গাছের আরও অনেক জাত রয়েছে। আর সে কারণে সেখানে পাম সোসাইটি গড়ে উঠেছে। বর্তমানে ভারতেও পাম গাছের চাষ করা হচ্ছে।
এ গাছের ফুল মৌমাছি দ্বার পরাগায়িত হয়ে থাকে এবং ফল ধরে এবং পরিপক্ক ফল পাখি এবং বাদুড় খেয়ে তাগের বিষ্ঠা ত্যাগের মাধ্যমে বীজ থেকে রয়েল পাম গাছের অংঙ্কুরোদগম হয়ে থাকে। এদেশে বট, পাকুড় গাছ যেভাবে তাদের বংশবিস্তার ঘটায় ঠিক সে রকম। রয়েল পামসহ সকল পাম গাছের আদিনিবাস মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কিউবা, মেক্সিকোসহ দক্ষিণ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলে বেশিরভাগ জন্মায়। পরবর্তীতে দক্ষিণ পূর্ব এশিয়ার পাম গাছ সম্প্রসারিত হয়।
ব্যবহার: বোতল/রয়েল পামের বীজ থেকে তৈল খাবার তৈল প্রস্তুত করা হয় এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর পাতা ঘরের ছাউনী, নির্মান কাজে কাঠ বব্যবহার করা হয়।
বাংলাদেশে রয়েল/বোতল পাম গাছ সৌন্দর্য বর্ধনকারী গাছ হিসেবে নিয়ে আসা হয়েছে। ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে কয়েকটি গাছ এখনো দাড়িয়ে রয়েছে।
সংস্কৃতি: কিউবায় খ্রীস্টন ধর্মালম্বীদের নিকট রয়েল পাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।