রসুন
Monday 30 November -0001অন্যান্য স্থানীয় নাম: অসুন (কুড়িগ্রাম)
বৈজ্ঞানিক নাম : Allium sativam পরিবার : Amaryllidaceaeপ্রধান ব্যবহার :
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
পুরাতন জ্বর সহজে ছাড়ে না। বাড়ে কমে কিন্তু একেবারে ছাড়ে না। যাকে খুস খুসে জ্বর বলে। এক্ষেত্রে রসুনের সঙ্গে আধা চামচ ঘি মিশিয়ে খেলে দুই চার দিনের মধ্যে জ্বর ভাল হয়ে যায়।
শরীরে চাকা চাকা লাল হয়ে অ্যালার্জি উঠলে তখন রসুন ছেঁচে সরিষার তেল কাসার চামুচে গরম করে তেল বলক উঠলে ঐ তেল একটু ঠান্ডা করে শরীরে মাখলে এলার্জি কমে যায়।
রসুনের রস মাথায় দিলে চুল পাকে না।
বাতের যন্ত্রণায় রসুন তেল গরম করে মালিশ করলে যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়া যায়। অনেক সময় বাতও সম্পূর্ণ ভাল হয়। টাংগাইলে এর ব্যবহার- বাচ্চা প্রসবের পর শরীর ব্যথা কমার জন্য কালিজিরার সাথে রসুন বেটে খাওয়ানো হয়। এতে শরীরে বিষ ব্যথা কমে যায়।
তরকারীতে বেশি রসুন খেলে উচ্চরক্তচাপ হয় না।
দাউদ হলে রসুন বেটে মলমের মত করে ক্ষত স্থানে লাগিয়ে ১ মিনিট পর ধুয়ে ফেললে দাউদ চিরতরে সেরে যাবে। প্রথমে ঘা বাড়বে কিন্ত পরে আস্তে আস্তে কমে যাবে।