রক্তচন্দন

অন্যান্য স্থানীয় নাম:
বৈজ্ঞানিক নাম : Pterocarpus santalinus পরিবার : Fabaceaeপ্রধান ব্যবহার :
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
জ্বর হলে রক্তচন্দনের গুঁড়া ২ চামচ ১ পোয়া পানিতে ভিজিয়ে রেখে সকালে বিকেলে অল্প অল্প করে খেতে হবে।
অনেক সময় দেখা যায়, নাক দিয়ে রক্ত ঝরে সেই সময় রক্তচন্দন সিদ্ধ করে সেই সিদ্ধ পানি সকালে খালি পেটে খেলে ভাল উপকার পাওয়া যায়।
দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে চন্দন কাঠ সিদ্ধ করে গরম পানিতে কুলি করলে রক্ত পড়া বন্ধ হয়।
মাথা ব্যথা হলে রক্ত চন্দনের কাঠ ঘষে কপালে লাগালে ব্যথা কমে যায়।
বাতের ব্যথায় শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় আবার চুলকানি হয় সে সময় রক্তচন্দন ঘষে লাগালে ব্যথা ও ফুলা কমে যায়।
জ্বর হলে রক্তচন্দনের গুঁড়া ২ চামচ ১ পোয়া পানিতে ভিজিয়ে রেখে সকালে বিকেলে অল্প অল্প করে খেতে হবে।
দাউদ হলে রক্ত চন্দন কাঠ ঘষে লাগালে তাড়াতাড়ি ভাল হয়ে যায়।