কামরাঙ্গা
Monday 30 November -0001অন্যান্য স্থানীয় নাম: কামেরাঙ্গা (কুড়িগ্রাম)
বৈজ্ঞানিক নাম : Averrhoa carambola পরিবার : Oxalidaceaeপ্রধান ব্যবহার :ফল
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
সর্দি জ্বরে কাঁচা কামরাঙ্গা খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। বাচ্চাদের ঠান্ডা লেগে কাশি হলে সেই সময় কাঁচা কামরাঙ্গার রস করে গরম করে ১ চামচ করে খেলে ভাল উপকার পাওয়া যায়। অনেক সময় বাচ্চাদের ঠান্ডার কারণে বুক ও মাথার তালু বসে যায়। সে সময় কামরাঙ্গা ছেঁচে তালুতে দিয়ে রাখলে ভাল উপকার পাওয়া যায়। সর্দি জ্বরে বিকেলে গাছ থেকে কামরাঙ্গা নিয়ে রাত্রে কুয়াশার মধ্যে রেখে সকালে আগুনে পুড়িয়ে চিবিয়ে রস বের করে খেলে জ্বর কাশি কমে যায়।
বুকে কফ হলে বা সর্দি শুকিয়ে গেলে সেই সময় কামরাঙ্গা রস গরম করে খেলে কফ পাতলা হয়।
এই ফল পিপাসা নিবারক ও জ্বরের শান্তিকর।
হুপিং কাশি হলে রাত্রে কামরাঙ্গা আগুনে পুড়ে কুয়াশার মধ্যে রেখে সেকালে খেলে হুপিং কাশি ভাল হয়।
জন্ডিস রোগে কামরাঙ্গা অত্যন্ত ফলপ্রসু ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।