Thursday 09 July 2015
অন্যান্য স্থানীয় নাম: নিশিন্দা
বৈজ্ঞানিক নাম : Vitex negundo
পরিবার : Lamiaceae
প্রধান ব্যবহার :
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
রাতে জ্বর আসে তখন নিশিন্দা পাতা ছেঁচে রস করে আখের গুড় মিশিয়ে ৩ দিন সকালে বাসি পেটে খেলে জ্বর ভাল হয়।
পাতা বেটে সরিষার তেলে কুসুম গরম করে মাথা ও কপালে লাগালে মাথা ব্যথা ভাল হয়ে যায়।
বাতের ব্যথায় শরীরের কোন স্থান ফুলে গেলে নিশিন্দা পাতা গরম করে ব্যথা যুক্ত স্থানে বেঁধে দিলে দ্রুত ব্যথা কমে যায়।
নিশিন্দা পাতা গেটে বাতের ফুলা কমিয়ে দেয়। পাতা বেটে একটু লবন মিশিয়ে প্রলেপ দিলে ব্যথা কমে যায়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।