বাসক
Friday 10 July 2015
অন্যান্য স্থানীয় নাম: বাসক
বৈজ্ঞানিক নাম : Justicia adhatoda L
পরিবার : Acanthaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
সর্দি জ্বর কাশি হলে বাসক পাতার রস করে সাথে মধু বা তাল মিশ্রি মিশিয়ে গরম করে খেলে ভাল ফল পাওয়া যায়। একাধারে এক সপ্তাহ পর্যন্ত সকাল বিকেল খেতে হবে।
হাঁপানি টানে বাসকের শুষ্ক পাতায় বিড়ি বানিয়ে কলকেতে সাজিয়ে টানলে বেশ উপশম হয়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।