যষ্টিমধু
Friday 10 July 2015অন্যান্য স্থানীয় নাম: যষ্টিমধু
বৈজ্ঞানিক নাম : Glycyrrhiza glabra পরিবার : Fabaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :1
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
ঠান্ডা লেগে গলা বসে গেলে বা কাশি হলে সেই সময় যষ্টি মধু একটু চিবিয়ে খেলে ভাল উপকার পাওয়া যায়। যষ্টি মধুর গুড়া লেবুর রসের সাথে পান করলে সর্দি আরাম হয়।
শুকনো আমলকির ২/৩ টুকরো আর ১ গ্রাম যষ্টিমধু থেঁতো করে ৫/৬ ঘন্টা আধ কাপ গরম পানিতে ভিজিয়ে রেখে ২/৩ বার ছেঁকে তরলটুকু দিয়ে চোখ ধুয়ে নিলে চোখ ঝাপসা দেখা রোগ কমে যায়।
সাদাস্রাব হলে এই গাছের শিকড় চিবিয়ে খেলে দুর্বলতা ভাল হয়।
এটি হৃদরোগে বেশ কার্যকারী। এক কাপ দুধ দিয়ে ১-২ গ্রাম যষ্টিমধু চূর্ণ মিশিয়ে সকাল বিকাল দুবার খেলে ২ /৪ দিনের মধ্যেই হৃদরোগের উপশম হয়। চলতে ফিরতে বুকের ভিতরে ধকধকানিও চলে যায়।
গলা ব্যথা বা টনসিল হলে এর পাতা চিবিয়ে খেলে ভাল উপকার পাওয়া যায়।
মৃগি রোগেও যষ্টিমধুর উপকার দেখা যায়। এক্ষে এ ১/২ গ্রাম মাত্রায় যষ্টিমধু নিয়ে আধ কাপ পাকা চাল কুমড়োর রস মিশিয়ে কয়েক দিন খেতে হবে। এতে মৃগি রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।