চালতা
Friday 10 July 2015অন্যান্য স্থানীয় নাম: চালতা
বৈজ্ঞানিক নাম : Dillenia indica পরিবার : Dilleniaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষনার তথ্য
কফ ও সর্দি নিরাময়ে চালতা গাছের ছাল চুর্ন আধা চামচের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে হাল্কা গরম করে এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে চারবার খেলে সর্দি কফের উপকার পাওয়া যায়।
সর্দি হলে মাথা ব্যথা করে তখন লবন, মরিচ দিয়ে চালতা খেলে মাথা পাতলা হয় এবং ব্যথা কমে।
মাথার চুল উঠলে চালতা গাছের পাতা পানি দিয়ে চটকিয়ে সেই পানি দ্বারা মাথা পরিষ্কার করলে চুল উঠা বন্ধ হয়। এবং চুলের গোড়া শক্ত হয়। কাঁচা চালতা ফলের রস পরিমাণ মত পানি মিশিয়ে রোজ গোসলের আগে মাথায় মালিশ করলে চুল উঠা বন্ধ হয়।
বাতের রোগীর অন্য কোনো ওষুধ সেবন ছাড়াও শুধু ৩০ গ্রাম পরিমাণ কাঁচা চালতা(কচি হলে ভাল হয়)বেটে এক গ্লাস পানিতে মিশিয়ে নিয়মিত দিনে দু’বার সেবন করলে যথেষ্ট উপশম লাভ করবেন বলে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট হাকিম তিব্বিয়া কলেজের প্রভাষক ফেরদৌস ওয়াহিদ।
বাত রোগে ৩০ গ্রাম কচি চালতা বেটে, এক গ্লাস ঠান্ডা পানি মিশিয়ে খেলে,বাতে উপকার পাওয়া যায়। (তথ্য ওষুধি গাছ গাছরা)
উচ্চরক্তচাপের কারণে প্যারালাইসিস হলে সেই রোগীর জন্য চালতা ব্যবহার করা হয় মানিকগনঞ্জ জেলা সাটুরিয়াতে ব্যবহার হয়। প্যারালাইসিস হবার সাথে সাথে চালতা ফলের রস যতটুকু ততটুক পরিমাপ গরুর প্রস্রাব ও কাকড়ার মাটি মিশিয়ে শরীরে মালিশ করলে প্যারালাইসিস রোগী কিছুটা ভাল হয়।
যাদের পিত্ত বাড়ে তারা কচি চালতার একটি টুকরা এক কাপ পানিতে সিদ্ধ করে আধা কাপ হয়ে গেলে সকাল-সন্ধ্যায় সেই নির্যাস তিন থেকে পাঁচ দিন সেবন করলে উপশম হবে। কচি চালতার রস এক কাপ সঙ্গে দু চামচ চিনি এবং বাকি অংশ উষ্ণ পানি মিশিয়ে এক গ্লাস শরবত তৈরি করে সেবন করতে হবে,চারদিন দু-বার করে। এতে অজীর্ণতা এবং কোষ্ঠকাঠিন্য দুর হয়।