Saturday 11 July 2015
অন্যান্য স্থানীয় নাম: দেবদারু
বৈজ্ঞানিক নাম : Polyalthia longifolia
পরিবার : Annonaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
সর্দি হলে দেবদারু কাঠ মিহি চুর্ণ করে, সেই গুঁড়া আধা কেজি পানিতে সিদ্ধ করে পানি শুকিয়ে যখন ১ কাপ আন্দাজ হবে। তখন নামিয়ে ঠান্ডা করে সেই পানি সকালে বিকেলে খেলে সর্দি ভাল হয়ে যাবে।
পেটে বায়ু হলে দেবদারু কাঠ নিয়ে আধা কেজি পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে রেখে ছেঁকে সেই পনিটা দু বেলায় খেলে পেটের বায়ু চলে যাবে।
দেবদারু কাঠ,পানিতে ঘষে মাথার যন্ত্রনায় কপালে লাগানোর প্রচলন রয়েছে।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।