Saturday 11 July 2015
অন্যান্য স্থানীয় নাম: জয়ন্তী
বৈজ্ঞানিক নাম : Sesbania sesban ( L.) merr
পরিবার : Fabaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
শিশুদের বুকে সর্দি বসে যায়,হাঁস ফাঁস করে থাকে দেখলে মনে হয় যেন হাঁপানির টান উঠেছে। এক্ষেত্রে জয়ন্তী পাতার রস একটু গরম করে সেটা দু-তিন ফোঁটা দুধে মিশিয়ে শিশুকে খেতে দিতে হবে। আর বাকি রসটার সঙ্গে একটু সরিষার তেল মিশিয়ে বুকে পিঠে আস্তে আস্তে মালিশ করে দিলে ঐ কষ্টটা চলে যায়। আর সর্দি তরল হয়ে দাস্তের সঙ্গে বেরিয়ে যাবে।
ঋতুকালীন সময়ে অনিয়মিত রক্তস্রাব হলে এবং রক্ত বেশি গেলে এই গাছের পাতার রস তিন দিন খেলে ভাল উপকার পাওয়া যায়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।