Saturday 11 July 2015
অন্যান্য স্থানীয় নাম: দেশী আমড়া
বৈজ্ঞানিক নাম : Spondias pinnata
পরিবার : Anacardiaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
সর্দি জ্বর হলে আমড়া শুকনা মরিচ লবন দিয়ে খেলে সর্দি জ্বর উপশম হয়।
পাতলা পায়খানা হলে বা পায়খানা পরিষ্কার না হলে পেট বুট বুট করলে সেই সময় আমড়া গাছের আঠা বের করে একটু চিনি মিশিয়ে খেলে ভাল উপকার পাওয়া যায়। এক সপ্তাহ খেতে হয়। আমড়া গাছের ছাল ভিজিয়ে সেই পানি খালি পেটে খেলে আমাশা ও পাতলা পায়খানা ভাল হয়।
অনেক সময় অনেকের বমি হয় সকালে বমি করলে পিত্ত বের হয়, তিতা পানি মুখ দিয়ে আসে সেই সময় আমড়া গাছের ছাল তুলে শুকিয়ে রেখে সেই শুকনা ছাল একটা গ্লাসে পানি রেখে সেই পানিতে ৩ টুকরা ছাল সন্ধ্যা রাতে ভিজিয়ে রেখে সকালে বাসি মুখে ৭ দিন খেলে ঐ দোষটা থাকে না।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।