ডালিম
Saturday 11 July 2015অন্যান্য স্থানীয় নাম: ডালিম
বৈজ্ঞানিক নাম : Punica granatum পরিবার : Lythraceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
শিশুদের কাশি দীর্ঘস্থায়ী হলে ডালিমের ফুল বেটে ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে খেতে দিতে হয়। এতে দু’ চার দিনের মধ্যে কফ বেরিয়ে কাশি উপশম হয়।
কচি ডালিমের বীজ চিবিয়ে খেলে আমাশা ভাল হয়। কচি ডালিম কেটে পানিতে ভিজিয়ে রেখে সেই পানি খেলে আমাশা ভাল হয়। ডালিম গাছের ছাল, দারুচিনি, লবঙ্গ ছেঁচে রস করে খেলে আমাশা ও রক্তআমাশা ভাল হয়।
ডালিম ফলের খোসা ও ফুল,লবঙ্গ,দারুচিনি,ধনে,গোলমরিচের সাথে খেলে উদরাময় ও অজীর্ণ আরাম হয়।
আধুনিক পরীক্ষায় দেখা গেছে প্রতিদিন আধকাপ পরিমাণ ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেলে হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ে। এতে কোলেস্টরেল কমে।
শিশুদের লিভার বেড়ে গেলে, পেটে ব্যথা চরম আকার ধারণ করে। এ সময় ডালিম গাছের মুলের ছাল চুর্ণ করে আধ গ্রাম পরিমাণ নিয়ে তার সঙ্গে কিছুটা দুধ মিশিয়ে শিশুদের খেতে দিতে হয়। ওষুধটি তিতা বলে মধু মিশিয়ে নিলে উপকার হয় এবং খেতেও ভাল লাগে।