অরহড়

Saturday 11 July 2015
অন্যান্য স্থানীয় নাম: অরহড়
বৈজ্ঞানিক নাম : Cajamus cajan (L.) Huth পরিবার : Fabaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
কাশি হলে এই পাতার ৭/৮ চামচ রস একটু গরম করে এক চামচ মধু মিশিয়ে খেলে কাশি কমে যায়।
ডাইবেটিকস হলে অড়হর পাতার রস করে সকালে বিকেলে এক কাপ করে খেলে ভাল উপকার পাওয়া যায়। তবে এর মূলের রস আট দশ গ্রাম থেঁতো করে অল্প পানিতে সিদ্ধ করে খেলে বেশি উপকার পাওয়া যায়।
উচ্চরক্তচাপ হলে ৪/৫ টি অড়হরের পাতা নিয়ে রস করে সাথে গোল মরিচ মিশিয়ে খেলে উচ্চরক্ত চাপ নিয়ন্ত্রণে থাকে।
জন্ডিস বা কাওলা হলে ১ কেজি পরিমান পানিতে ২ মুঠ কচি অড়হর পাতা নিয়ে ছেঁচে রস করে প্রতিদিন সকাল বিকেলে আখের গুড় মিশিয়ে আধা কেজি পরিমান অড়হর পাতার রস খেতে হবে। অড়হর পাতার রস ২/৩ চা চামচ একটু লবন মিশিয়ে খাবার পর সামান্য গরম করে একবার খেতে হবে।
দুই থেকে তিনবার খেলে ভাল উপকার পাওয়া যায়। অড়হরের মূলের আট দশ গ্রাম রস থেঁতো করে অল্প পানিতে সিদ্ধ করে খেলে বেশি উপকার পাওয়া যায়।