Sunday 12 July 2015
অন্যান্য স্থানীয় নাম: আদা, আদরক (কুড়িগ্রাম)
বৈজ্ঞানিক নাম : Zingiber officinale
পরিবার : Zingiberaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
সর্দি কাশি হলে আদার রস ও তুলসি পাতার রস একত্রে গরম করে ১ চামচ পরিমাণ সকালে ও বিকেলে খেতে দেয়,এতে ভাল উপকার পাওয়া যায়।
শুকনা আদা বেটে গরম পানির সাথে মিশিয়ে কপালে দিলে মাথা ব্যথা আরাম হয়।
হৃৎপিণ্ডে ব্যথা হলে আদার রস ও তুলসী পাতার রস একত্রিত গরম করে ১ চামচ পরিমাণ সকাল ও বিকাল খেতে হয়। ভালো উপকার পাওয়া যাবে।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।