কার্পাস
Thursday 16 July 2015
অন্যান্য স্থানীয় নাম: কার্পাস
বৈজ্ঞানিক নাম : Gossypium harbaceum
পরিবার : Malvaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
কানে পুঁজ হলে সেই সময় কার্পাসের কচি ফল থেঁতো করে তার রস রাতে কান ভাল করে পরিষ্কার করে যে কানে পুঁজ সেই কানে ২ ফোঁটা করে তিনদিন দিলে পুঁজ পড়া বন্ধ হয়ে যাবে।
কুকুরে কামড়ালে ৭টি বীজ নিয়ে সবরি কলার ভিতরে ভরে প্রতিদিন সকালে ১টা করে কলা ৭দিন খেলে কোন দোষ থাকলে নষ্ট হয়ে যাবে।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।