Sunday 19 July 2015
অন্যান্য স্থানীয় নাম: কলমি শাক
বৈজ্ঞানিক নাম : Ipomoea reptans
পরিবার : Convolvulaceae
প্রধান ব্যবহার :ওষুধ/সবজি
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
জল বসন্ত হলে ডোগা সহ কলমি পাতা রস করে এক ছটাক পরিমাণ কলমি পাতার রস করে সকাল বিকাল খেলে মারাত্মক আকার ধারণ করে না।
রাত কানা রোগ দেখার সাথে সাথে, সেই সময় কলমি শাক কয়েক সপ্তাহ রান্না করে খেলে ভাল উপকার পাওয়া যায়।
পিঁপড়া, মৌমাছি, বিছা ও বল্লা কামড়ালে এই পাতা ডোগা সহ রস করে লাগালে যন্ত্রণা কমে যায়।
জরায়ুতে চুলকানি হয় আবার চুলকাতে চুলকাতে জরায়ুর মুখে ঘা হয়, সেই সময় কলমি পাতা এক পোয়া পরিমাণ নিয়ে এক কেজি পরিমাণ পানির মধ্যে সিদ্ধ করে পাতাগুলো তুলে পানি কুসুম অবস্থায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
কলমি পাতার রস করে ৩/৪ চামচ পরিমাণ তিন সপ্তাহ খেলে গনোরিয়া সমস্যা দুর হয়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।