আকন্দ
Tuesday 21 July 2015অন্যান্য স্থানীয় নাম: বড় আকন্দ
বৈজ্ঞানিক নাম : Calotropis gigantia পরিবার : Apocynaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
শরীরে কোন অংশে ব্যথা হলে আকন্দ গাছের পাতার সরিষার তেল মেখে আগুনে গরম করে ব্যথা যুক্ত স্থানে সেক দিলে ব্যথা কমে যায়।
চেলা বা বিছায় কামড়ালে পাতা বেটে লাগালে বিষ কমে যায়।
আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের মতে ১৪টি আকন্দ্র ফুলের মাঝখানের চার কোনা অংশের সঙ্গে ২১টি গোল মরিচ দিয়ে এক সঙ্গে বেঁটে ২১টি বড়ি করে শুকিয়ে নিয়ে প্রতিদিন সকালে একটি করে বড়ি খেলে ২১ দিনে অনেকের হাঁপানি রোগের উপশম হয়। তবে কার্ডিয়াক এজমায় এটি ব্যবহার করা উচিত নয়। তথ্যসূত্র :যুগান্তর
আকন্দ গাছের আঠার সামান্য সরিষার তেল মিশিয়ে মালিশ করলে বা রাতে ঘুমানোর সময় আক্রান্ত অঙ্গের অংশটি আকন্দ পাতা দিয়ে ঢেকে তারপর কাপড়ের টুকরা দিয়ে বেঁধে রাখলে বাতের ফুলা এবং যন্ত্রণা দু’টোই কমে যাবে।
একজিমা বা চর্মরোগে ১৬ ফোটা আকন্দের আঠা সমপরিমাণ তিল-তেল এবং একফোটা হলুদের গুঁড়ো মিশিয়ে মলম তৈরী করে রাতে ঘুমানোর আগে মাত্র একবার লাগালে নিশ্চিত সেরে যাবে।
ব্রন হলে অনেক সময় দেখা যায় ভিতরে শক্ত আঠার মত থাকে। অনেক দিন থাকার কারনে মুখে কালে দাগ হয়। সেই সময় আকন্দ পাতা দিয়ে চেপে রাখলে ব্রন ফেটে যায়।