জাম

অন্যান্য স্থানীয় নাম: কালোজাম
বৈজ্ঞানিক নাম : Eugenia jambolana Lam / Syzygium cumini পরিবার : Myrtaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
জামের কচি পাতার দু-তিন চামচ রস একটু গরম করে ছেঁকে খেলে কয়েক দিনের মধ্যে সাদা বা রক্ত আমাশা সেরে যায়। সম্ভব হলে তাতে একটু ছাগলের দুধ মিশিয়ে নেয়া ভাল। আমাশা হলে জাম গাছের ছাল তুলে একগ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে বাসি পেটে খেতে হবে। এ ভাবে সপ্তাহ খেতে হবে।হঠাৎ হাত পা কেটে ছিড়ে গেলে জাম পাতার রস ক্ষতস্থানে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। জাম পাতা সিদ্ধ করে কাথ দিয়ে ঘা ধুয়ে ফেললে দু চার দিনের মধ্যে বেশ উপকার পাওয়া যায়।
হাঁপানি রোগ হলে জামগাছের ছাল ভিজিয়ে রেখে সেই পানি একটু গরম করে মধু মিশিয়ে সকালে বাসি মুখে আধা ছটাক খেলে ভাল ফল হয়।
জামের বীজ ছেঁচে রস করে খেলে ডাইবেটিকস রোগ কম থাকে।