Thursday 30 July 2015
অন্যান্য স্থানীয় নাম: ঢেঁড়স
বৈজ্ঞানিক নাম : Abelmoschus esculentus/Hibiscus esculentus
পরিবার : Malvaceae
প্রধান ব্যবহার :ওষুধ/সবজি
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
প্রস্রাবে জ্বালা হলে সেই সময় প্রস্রাব কমে যায়, একটু একটু প্রস্রাব হয় সেই সময় কাঁচা ঢেঁড়স এক কেজি পানিতে সিদ্ধ করে সেই সিদ্ধ করা পানি দুপুরে খাওয়ার পর খেলে প্রস্রাব পরিস্কার হবে এবং জ্বালা যন্ত্রণা কমে যাবে।
ধাতু দূর্বলতায় ৫ টি ঢেঁড়শ বেটে ঠান্ডা পানিতে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে সেই দোষটা কমে যাবে।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।