Friday 31 July 2015
অন্যান্য স্থানীয় নাম: মসুর ডাল
বৈজ্ঞানিক নাম : Lens culinaris/ Lens esculenta
পরিবার : Fabaceae
প্রধান ব্যবহার :ওষুধ/সবজি
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
প্রস্রাবে জ্বালা করলে সেই সময় এক কাপ মসুর ডাল ১ কেজি পানিতে সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই পানি বার বার খেলে প্রস্রাবের জ্বালা কমে যায়।
চোখ উঠলে চোখ দিয়ে পিচটি বের হয়। সেই ক্ষেত্রে মসুর ডাল বেটে চোখের ওপরে লাগালে ভাল হয়ে যায়।
ব্রনের দাগ অনেকের মুখে উঠে। সেই সময় এক মুঠ মসুর ডাল ভিজিয়ে রেখে পাটায় বেটে তার সঙ্গে কাঁচা হলুদ ২টা, কমলার খোসা নিয়ে একসঙ্গে বেটে সাথে দুধের সর মিশিয়ে মুখে মাখলে দাগ কমে যায়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।