পাথর কুচি
Sunday 09 August 2015
অন্যান্য স্থানীয় নাম: পাথর কুচি
বৈজ্ঞানিক নাম : Bryophllum calycinum
পরিবার : Crassulaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
মেহরোগে (সাদাস্রাব)পাথরকুঁচির টাটকা পাতার দুই চামচ রস সকালে এবং বিকেলে একবার করে খেলে অবশ্যই সুফল পাওয়া যাবে। নিয়মিত ৭ দিন ওষুধ খাওয়া দরকার। রোগ যদি বেশি দিনের পুরাতন হয় তা হলে ২০/ ৩০ দিন পর্যন্ত নিয়মিত এ ওষুধ খেতে হয়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।