শেয়ালকাঁটা
Friday 21 October 2016অন্যান্য স্থানীয় নাম:
বৈজ্ঞানিক নাম : Argemone mexicana Linn পরিবার : Papaveraceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
শেয়ালকাঁটা গাছের রস ক্ষত রোগে ব্যবহার করা হয়। শেয়ালকাঁটা গাছের কষ মুত্রকর বলিয়া শরীরে পানি আসলে, কুষ্ঠ ও গনোরিয়া রোগে ব্যবহার করা হয়। শেয়ালকাঁটা গাছের রস দুধের সাথে মিশিয়ে কুষ্ঠু রোগে ব্যবহার করা হয়। চিকিৎসকদের মতে শেয়ালকাঁটার তেল ৩০-৬০ ফোঁটা পরিমান রক্ত আমাশয়ে ব্যবহৃত হয়। ইহার কস ক্ষত নিবারণ করার শক্তি আছে বলে ভারতীয় বনৌধিষতে উল্লেখ রয়েছে। বোলতা এবং ভীমরুল কামড়াইলে এই গাছের মূল ছেঁচে প্রলেপ দেয় হয়। শেয়ালকাঁটা বীজের তেল সরিষার তেলের সাথে জাল করে পাঁচড়া এবং চুলকানীতে ব্যবহার করা হয়। শুকনা গাছ সামান্য জ্বরে উপকারী। কেঁপে কেঁপে জ্বর আসলে গোলমরিচের সাথে ব্যবহার করলে জ্বর সারিয়া যায়।
তথ্যসূত্র: ভারতীয় বনৌষধি প্রথম খন্ড