শুষনী শাক
Thursday 24 November 2016অন্যান্য স্থানীয় নাম: শুষনী শাক
বৈজ্ঞানিক নাম : Marsilea minuta পরিবার : Marsiliaceaeপ্রধান ব্যবহার :খাদ্য এবং ওষুধি
অন্যান্য ব্যবহার :খাদ্য এবং অনাবাদী শাক
আরো পড়ুন
শুষনী লতানো উদ্ভিদ। মাটিতে লতিয়ে চলে, পর্ব থেকে এর শিকড় মাটিতে ঢুকে বিস্তার লাভ করে। শুষনী শাকের চারটি পাতা থাকে এবং উদ্ভিদটি বর্ষাকালে বাড়ে।
বিস্তার: বাংলাদেশের গ্রামাঞ্চলে ধানক্ষেতে, পুকুরের পাড়ে এবং অন্যান্য জলাভূমিতে এই উদ্ভিদটি জন্মে এবং বিস্তার লাভ করে।
ব্যবহার্য অংশ: পুরো উদ্ভিদ
ওষুধী ব্যবহার:
◙ পুরনো জ্বরে পথ্য হিশেবে, মেহ ও কুষ্ঠরোগে এই শাক ব্যবহার করা হয়।
◙ শুষনী শাকের রস পরিমিত মাত্রায় গরম করে পান করলে শ্বাসকষ্ট দূর হয় এবং ভালো ঘুম হয়।
◙ শৈশবকাল থেকে যাদের মেধা কম, তাদের মেধা বৃদ্ধির পক্ষে তিন চার মাস যাবৎ শাক নিয়মিতভাবে খাওয়ালে উপকার হয়।
◙ কাঁচা শাক বেটে পানি ও চিনি মিশিয়ে নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
◙ শরীর জ্বালা করলে এই শাকের রস অথবা শাক বাটা সারা গায়ে মেখে তারপর গোসল করলে জ্বালা দূর হয়।
সূত্র: ইউজফুল ইউজফুল প্ল্যান্ট অব বাংলাদেশ, প্রকাশনা: দি এড কমিউনিকেশন, আন্দরকিল্লা, চট্টগ্রাম।