কুর্চি
Tuesday 25 April 2017অন্যান্য স্থানীয় নাম: কুর্চি
বৈজ্ঞানিক নাম : Holarrhena antidysenterica পরিবার : Apocynaceaeপ্রধান ব্যবহার :ফুল
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
কুর্চির কাণ্ড সরল, উন্নত এবং মাথা আকাশমুখি বিভিন্ন শাখায় এলোমেলো কিম্বা ডিমের মতো মাথালের রূপ পরিগ্রহণ করে। বাকল খসখসে হালকা ধূসর। শীতের শেষে পাতা প্রায় সবই ঝরে যায়, বসন্তের শেষে শূন্য ডালপালা কচি পাতায় ভরে উঠে। পাতা লম্ব-ডিম্বাকৃতি, মসৃণ আর বিন্যাস হয় বিপ্রতীপ। কুর্চির স্বাভাবিক উচ্চতা ১০-২০ ফুট, কিন্তু ২-৪ ফুট উঁচু গাছেও অনেক সময় মুকুল ধরে। কুর্চির অতিরিক্ত বৈশিষ্ট্য হলো সারা বর্ষা ধরে কয়েকবার ফুল ফোটে
কুর্চি-মঞ্জরীতে ফুলের সংখ্যা কম হলেও বিক্ষিপ্ত মঞ্জরী সংখ্যা অজস্র। ফুল রঙ্গন ফুলের মতো, নিচের অংশ নলাকৃতি এবং উপর মুক্ত পাপড়িতে ছড়ানো। ৫টি পাপড়ির মুক্ত অংশ ঈষৎ বাঁকানো, বর্ণ দুধসাদা এবং তীব্র সুগন্ধী কিন্তু মধুর। গোত্রীয় বৈশিষ্ট্যের রীতি অনুযায়ী পরাগচক্র দলের গভীরে অদৃশ্য। দুটি গর্ভকেশর প্রায় মুক্ত এবং এজন্য একই ফুল থেকে দুটি ফল জন্মে। এই স-জোড় ফল দুটি সরু, লম্বা এবং বীজ বহু সংখ্যক, রোমশ ও ঘনবাদামী। বাতাসে বীজ ছড়ায়।
ফুল, ফল, বাকল সবই আমাশয়ের ওষুধ হিসাবে কাজে লাগে।
নয়াকৃষির আরশি নগর বিদ্যাঘরে 'কুর্চি' গছ রয়েছে। এ সম্পর্কে ড। এম এ সোহানের লেখাটি পড়ুন।