Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম: হিজল
বৈজ্ঞানিক নাম : Barringtonia acutangula
পরিবার : Lecythidaceae
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
মাথা ব্যথা ও কপাল যন্ত্রনা হলে হিজল বীজ শুকিয়ে গুড়ো করে দুই চামচ পরিমাণ এক কাপ দুধসহ সকালে এবং বিকেলে খেলে মাথা যন্ত্রনা কমে যায়।
যদি কারো পেটে কোন গ্যাস হয়, ঢেকুর উঠে, পেট ফেপে সেই সময় হিজল বীজ চূর্ণ করে গরম মসলা সহ খেলে কিছুক্ষনের মধ্যে বমি হয়ে যাবে। তখন সেই সমস্যাটা চলে যাবে।
চোখ উঠলে চোখ লাল হয়, চুলকায়,পানি পড়ে। সেই সময় বীজ নিয়ে পাথরে ঘসে চন্দনের মত চোখের চারি পাশে লাগিয়ে দিলে কিছুক্ষণ রাখার পর ছোট নেকড়া ভিজিয়ে মুছে দিলে যন্ত্রণা কমে যায়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।