নারিকেল
Monday 30 November -0001অন্যান্য স্থানীয় নাম: নারিকেল
বৈজ্ঞানিক নাম : Cocos nucifera পরিবার : Arecaceaeপ্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবনীগ মাঠ গবেষণার তথ্য
পিত্ত শ্লেষ্মার ধাত বায়ুর জন্য পায়খানা পরিষ্কার হয় না এক্ষেত্রে ঝুনো নারিকেলের পানি প্রতিদিন খালি পেটে এক বা দুই কাপ করে খেতে হবে। এতে কোষ্ঠবদ্ধতা চলে যাবে। (তথ্য সুত্র ওষুধি গাছ গাছড়া)
অজীর্ণ, পেট ফেপে থাকে, বদহজম হয় সেই সময় ঝুনা নারিকেল একটা মুখ ছিদ্র করে ভিতরের পানি ফেলে দিয়ে তার মধ্যে শুকনা আকন্দ পাতা ১০টি পাতা গুঁড়ো করে তার ভিতরে দিতে হবে। তারপর শামুক বা ঝিনুক আগুনে পুড়ে মিহি করে পিসে নারিকেলটার গায়ে মাটি দিয়ে লেপে শুকিয়ে গোবরের ঘসিতে পোড়াতে হবে, যেন নারিকেলের খোলটা পুড়ে গিয়ে ভিতরের শাঁস বা অন্য জিনিস গুলো পুড়ে যায়। তারপর নারিকেলের উপরের মালাটা বাদ দিয়ে সেই পোড়া শাঁস বা অন্যান্য পোড়া জিনিসগুলোকে নিয়ে একসঙ্গে পাটায় পিসে সকালে ২ চামচ, বিকালে ২ চামচ খাওয়ার পর খেলে এতে করে ঐ দোষটা কমে যাবে।
দাঁতের মাড়ি ফুলে যায়, ব্যথা করে সেই সময় নারিকেলের শেকড় আগুনে পুড়িয়ে কয়লা করে সেটাকে মিহি করে দাঁত মাজলে ভাল উপকার পাওয়া যায়।