Monday 30 November -0001
অন্যান্য স্থানীয় নাম: মৌরি
বৈজ্ঞানিক নাম : Foeniculum vulgare
পরিবার : Apiaceae (Umbelliferae)
প্রধান ব্যবহার :ওষুধ
অন্যান্য ব্যবহার :
আরো পড়ুন
উবিনীগ মাঠ গবেষণার তথ্য
মৌরি অল্প ভেজে গুঁড়ো করে এক গ্রাম মাত্রায় সকালে ও বিকালে দু,বার পানি মিশিয়ে খেলে কৃমির উপদ্রব কমে যায়।
অজীর্ণ ও পেট ফাঁপায় পাঁচ গ্রাম মৌরি কে দুইকাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে সকালে ও বিকালে দুইবেলা খেলে রোগের উপশম হয়।
কারো যদি মাসিক নিয়মিত না হয় অথবা হঠাৎ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পাঁচ গ্রাম মৌরিকে দুইকাপ পানিতে সিদ্ধ করে এককাপ থাকতে নামিয়ে ছেঁকে কাথটুকু দিনে দুইতিন বার খেলে মাসিক পরিস্কার হয়।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।