সোমবারের মেয়েদের আড্ডায় এক দিন:
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট চলছিল ৩ দিন ধরে। আড্ডার সদস্যরা চিন্তিত সোমবারে আড্ডায় কিভাবে যাবে? দুপুরে জানা গেল সরকার সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যহারের ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরাও তাদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে। ১৪ সেপ্টেম্বর, ২০১৫ সোমবার। আড্ডায় যেতে আর বাধা নাই। তড়িঘড়ি করে তৈরী হয়ে আড্ডার সদস্যরা প্রায় সবাই উপস্থিত। আড্ডায় ৩৫ থেকে ৪০ জন নারী সদস্য হাজির। কারণ আগামী ২৫শে সেপ্টেম্বর, ২০১৫ কোরবানী ঈদ। ঈদের আগে আর্থাৎ ২১শে সেপ্টেম্বর আরও একটা সোমবার পাওয়া যাবে। কিন্তু আড্ডা কতটুকু জমবে বুঝা যাচ্ছে না। আবার ঈদের পরের সোমবার, একই কথা। ফলে ১৪ সেপ্টেম্বর, ২০১৫ কোন ভাবেই আড্ডায় অংশগ্রহণ বাদ দেওয়া যাবে না।
স্বাভাবিক ভাবে আড্ডায় আলোচনার বিষয় হয়ে উঠে ‘সম-সাময়িক ঘটনা’। তাই এবারেও আলোচনার বিষয় ছিল সাড়ে ৭ শতাংশ ভ্য (আরো পড়ুন )