চকরিয়ায় বিশ্ব প্রাণ বৈচিত্র দিবস উপলক্ষে র‌্যার্লী ও আলোচনা সভা


চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে বিশ্ব প্রাণ বৈচিত্র দিবস উপলক্ষে অনুষ্টিত র‌্যালী।কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিনে মহেশখালী চ্যানেলের দ্বীপ এলাকায় গতকাল বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে বিশ্ব প্রাণ বৈচিত্র দিবস পালিত হয়েছে। প্রাণ বৈচিত্রের সামাজিক ব্যবস্থাপনা (সিবিএম, নয়াকৃষি আন্দোলন ও এনজিও সংস্থার উবিনীগের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আয়োজন করা হয় বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা। এদিকে বেলা ১১টায় অনুষ্টিত র‌্যালীতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, জেলে সম্প্রদারের প্রতিনিধি, শিক্ষক, বনকর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেনী-পেশার জনগন। পরে অনুষ্টিত হয় এক আলোচনা সভা। উবিনীগ কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক টিটোর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক আবু ছিদ্দিক, মো.নুরুস ছফা, জামাল হোসেন, আনসারুল করিম, শিক্ষিকা মমতাজ বেগম মেহেরুনিচ্ছা প্রমুখ। সভায় বক্তারা বলেন, নির্বিচারে প্যারাবন নিধন করে চিংড়িঘের তৈরী ও পাহাড় কেটে পানের বরজ স্থাপন এবং পাহাড়ের গাছপালা নিধনের কারনে প্রতিনিয়ত বৈচিত্র নষ্ট হচ্ছে। ফলে এলাকার পরিবেশ হুমকির মুথে পড়ছে। ধারাবাহিক নিধনযজ্ঞ বন্ধ না হলে উপকুলীয় অঞ্চলে অদুর ভবিষ্যতে প্রাণ বৈচিত্রে মারাত্বক বিরুপ প্রভাব পড়বে। এ অবস্থার উত্তোরণের লক্ষ্যে সকলকে এক হয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।