শ্রমবিকাশ সম্পর্কে


পোশাক শিল্পে ১৯৭৫ সালের শেষের দিক থেকে বাংলাদেশে লক্ষণীয়ভাবে নারী শ্রমিকদের পদচারণা দেখা যায়। ৮০ র দশকের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে পোশাক শিল্পের দ্রুত প্রসার ঘটেছে। এদেশে রপ্তানি আয়ের ষাট থেকে সত্তরভাগ অর্থ আসে পোশাক শিল্প থেকে। যার মূল চালিকা শক্তি নারী শ্রমিক। শতকরা ৮০ ভাগ নারী শ্রমিক এই শিল্পের সাথে জড়িত। অথচ এদের উন্নতির জন্য মালিক পক্ষ বা সরকারের কোন ভ্রুক্ষেপ নাই। বাংলাদেশে শিল্পায়নের ক্ষেত্রে নারী শ্রমিকদের অস্তিত্ব সম্পর্কে দীর্ঘদিন চুপ করে থাকলেও এখন তারা আমাদের চোখের সামনে হাজির হয়েছে। এ দেশে শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস আছে কিন্তু নারী শ্রমিকদের প্রশ্নে ট্রেড ইউনিয়ন ও সার্বিক শ্রমিক আন্দোলনের ধারণা এখনও পরিস্কার নয়। এ কথা এখন স্পষ্ট যে সকল শ্রমিকদের একই রকম দাবী হলেও নারী শ্রমিকদের সুনির্দিষ্ট দাবীর প্রতি মনোযোগ না দিলে তারা বাদ পড়ে যান। অর্থাৎ শ্রমিকদের দাবী বললেই নারী শ্রমিকদের দাবী আপনাতেই ঠিক হয়ে যায় না। তাই পোশাক কারখানার শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকদের মাঝে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত ধারণা, ট্রেড ইউনিয়নের ভূমিকা এবং শ্রমিকদের করণীয় বিষয়ে একত্রে কাজ করার জন্য "শ্রমবিকাশ কেন্দ্র" গঠন করা হয়।

ট্রেড ইউনিয়ন এবং উন্নয়ন শিক্ষা শাখাই "শ্রমবিকাশ কেন্দ্র" নামে পরিচিত। ইংরাজিতে আমরা বলি "Center for Labour Education and Development" । আমরা ১৯৮৬ সাল থেকেই শ্রমিকদের নিয়ে বিশেষ করে নারী শ্রমিকদের নিয়ে Òশ্রমবিকাশ কেন্দ্র” এর কাজ শুরু করি। প্রথমে শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করার আইনগত অধিকার এবং সুষ্ঠু কাজের পরিবেশ সম্পর্কে অবহিত ছিলেন না। আবার নারী শ্রমিকদের সমস্যা সমাধানের প্রশ্নে ট্রেড ইউনিয়নের কাজের মধ্যে ছিল বৈষাদৃশ্য। তাই গবেষণা এবং শ্রমিকদের মধ্যে সেতু বন্ধন তৈরী করে বাংলাদেশের ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে একটি সুন্দর পরিবেশ তৈরী করাই শ্রমবিকাশ কেন্দ্রের কাজ হয়ে দাঁড়ায়।

ট্রেড ইউনিয়ন এবং উন্নয়ন শিক্ষা ছাড়াও শ্রমবিকাশ কেন্দ্র নীতি নির্ধারণী পর্যায়ে শক্তিশালী প্রচার করে যা শ্রমজীবি মানুষের জীবন-জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পায়ন এবং ট্রেড ইউনিয়ন লিডারদের সাথে আলোচনার ক্ষেত্রে মধ্যস্ততার মাধ্যমে একটা ভাল পরিবেশ সৃষ্টি করা শ্রমবিকাশের কাজ। শ্রমিকদের কাজের পরিবেশ, কারখানা ব্যবস্থাপনা এবং শ্রমিকদের ন্যায়্য অধিকার নিশ্চিত করতে নীতি নির্ধারণী উদ্যোগ গ্রহণ করে থাকে শ্রমবিকাশ।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।