নয়াকৃষি আন্দোলনের কৃষক আফছার উদ্দিন ইন্তেকাল করেছেন
নয়াকৃষি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক কৃষক আফছার উদ্দিন ১৬ সেপ্টেম্বর, ২০১৯/১ আশ্বিন, ১৪২৬ তারিখে তাঁর নিজ গ্রাম নান্দুরিয়াতে ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার জন্ম হয়েছিল ১২ মার্চ ১৯৩৬।
আফছার ভাই টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় নয়াকৃষি আন্দোলনের শুরু থেকেই জড়িত ছিলেন। তিনি নিজে ১৯৭০ সালের পর থেকে আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করতেন এবং একজন ‘সফল’ আধুনিক কৃষক হিশেবে স্বীকৃতিও পেয়েছিলেন। কিন্তু ১৯৯০ সালে এসে তাঁর নিজের অভিজ্ঞতা এবং তাঁর গ্রামের অধিকাংশ কৃষকের নেতিবাচক অভিজ্ঞতায় তিনি অতীষ্ট হয়ে ওঠেন এবং এই সময় নয়াকৃষির উদ্যোগের খবর পেয়ে তিনি এগিয়ে আসেন। নয়াকৃষি তাঁর জন্যে যেন নতুন আশার আলো হয়ে এসেছিল। তিনি গ্রামে গ্রামে হেঁটে বেড়াতেন এবং নয়াকৃষির কথা অন্য কৃষকদের কাছে বলতেন। এভাবে হাজার হাজার কৃষক নয়াকৃষিতে যোগ দিতে থাকে। তিনি খুব সুন্দর জারি গান করতেন এবং নয়াকৃষির জারি গান গেয়ে মানুষকে বোঝাতেন। তিনি নেপাল, ভারত ও ফিলিপাইনের বিভিন্ন কৃষক সম্মেলনে নয়াকৃষি আন্দোলনের প্রতিনিধিত্ব করেছেন। দেশে তিনি বিভিন্ন জেলায় বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, কক্সবাজার, বান্দরবানে গিয়ে নয়াকৃষির কৃষকদের সাথে মতবিনিময় করেছেন।
নয়াকৃষি তাঁর কাছে এবাদতের মতো ছিল। তিনি নয়াকৃষিকে আল্লার খলিফা হিশেবে প্রাণরক্ষার দায়িত্ব হিশেবে মনে করতেন।
আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।