বিশ্ব তামাকমুক্ত দিবস সম্মাননা ২০১৬
বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে উবিনীগের প্রশংসনীয় অবদানের জন্যে সম্মাননা
প্রতি বছর বিশ্ব তামাকমুক্ত দিবসে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্যে সম্মাননা দেয়া হয়। এবার বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদানের বিশ্ব তামাকমুক্ত দিবস সম্মাননা ২০১৬ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) কে প্রদান করা হয়েছে। উবিনীগ তামাক চাষের ক্ষতিকর দিক নিয়ে ২০০৬ সাল থেকে তামাক চাষের এলাকা, বিশেষ করে কুষ্টিয়া ও বান্দরবানে ব্যাপক গবেষণা করেছে এবং কৃষকদের খাদ্য ফসল চাষে সহায়তা করেছে। উবিনীগ ২০১১ সালে তামাক বিরোধী নারী সংগঠন (তাবিনাজ) গঠন করে দেশের ৬৪ জেলায় নারী সংগঠনের মাধ্যমে ধোঁয়াবিহীন তামাক দ্রব্য বিশেষ করে জর্দা, সাদাপাতা, গুল ইত্যাদী ব্যবহার কমানো লক্ষে কাজ করছে।
বিশ্ব তামাকমুক্ত দিবস, ৩১ মে তারিখে ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত সরকারের অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন।