ফকির লালন সাঁইজীর ১২৯তম তিরোধান দিবস পালিত হয় 


নবপ্রাণ আখড়াবাড়িতে তিনদিনের অনুষ্ঠান (ভক্তিগীতি সুধা “এসো হে অপারের কাণ্ডারী”) আয়োজনের মধ্য দিয়ে ফকির লালন শাহ’র ১২৯ তম তিরোধান দিবস পালিত হয়।

ফকির লালন শাহের ১২৯তম তিরোধান দিবস পালনে নবপ্রাণ আখড়াবাড়িতে পহেলা কার্তিক থেকে ৩রা কার্তিক ১৪২৬ (১৬, ১৭, ১৮ অক্টোবর, ২০১৯) প্রতিদিন ভোর ৬ টা থেকে বেলা ৯ টা পর্যন্ত পরিবেশিত ফকির লালন সাঁইজীর গোষ্ঠ গান হয়। গোষ্ঠ গানের ব্যাখা তুলে ধরেন কবি ফরহাদ মাজহার।

সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পরিবেশিত হয় ফকির লালন সাঁইজীর গান। বেলা ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিবেশিত হয় ফকির লালন সাঁইজীর গান এবং সন্ধ্যায় পরিবেশিত হয় ফকির লালন সাঁইজীর দৈন্য গান।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।