বিশ্ব তামাকমুক্ত দিবস, ২০২১ উপলক্ষ্যে, ওয়েবিনার 


 সংবাদ বিজ্ঞপ্তি

উবিনীগ ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর আয়োজনে ২৯ মে, ২০২১ সকাল ১১টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

এ ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন - জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব,) আব্দুল মালিক, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

ওয়েবিনারের শিরোনাম: ‘‘ তামাকের বিস্তার, নাই কোন নিস্তার
জর্দা, গুল ও সাদাপাতা ছাড়ি, সুস্থ ও সুখে থাকি’’।

ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাক ব্যবহার ও নিয়ন্ত্রণ সম্পর্কে সার্বিক বিষয় তুলে ধরেন ফরিদা আখতার, নির্বাহী পরিচালক, উবিনীগ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাঈদা আখতার, সমন্বক, তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল্লা আল মামুন, সহকারী পরিচালক (মেট্রোলজি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনিস্টিটিউট। প্রফেসর ড. মো: আব্দুল আলীম, সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ফারহানা জামান লিজা, প্রোগ্রাম ম্যানেজার, টোবাকো কন্ট্রোল সেল এন্ড রিসার্চ সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি।

সঞ্চালনা করেন- সীমা দাস সীমু, পরিচালক, উবিনীগ।

উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) সমন্বয়ে গঠিত তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) সারা দেশে নারী সংগঠনের মাধ্যমে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করছে। বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্যে ধূমপান নিয়ন্ত্রণের জন্যে বিভিন্ন পদক্ষেপ দীর্ঘদিন ধরে নেয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে প্রায় ২ কোটি প্রাপ্ত বয়স্ক মানুষ ধূমপান করছেন। এবারের বিশ্ব তামাক মুক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ঠিক করা হয়েছে Commit to Quit, এটাও মূলত ধূমপান নিয়ন্ত্রণের জন্যেই চিন্তা করা হয়। কিন্তু আমাদের দেশে ধোঁয়াবিহীন তামাক যেমন, জর্দা, গুল ও সাদাপাতা ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ২০ লাখেরও বেশি। দুঃখজনকভাবে এই ব্যবহারকারীর বেশিরভাগ নারী এবং গরিব। এই ব্যবহারকারীরা নানা ধরণের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

একদিকে তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি অন্যদিকে এর উৎপাদনের মধ্যে যে বিশৃংখলা রয়েছে তা তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। উবিনীগ এই বিষয়ে গবেষণা করে দেখেছে যে দেশের বিভিন্ন স্থানে জর্দা ও গুল শত শত ছোট ও মাঝারি ধরণের ফ্যাক্টরীতে ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে। উল্লেখ্য, কোন প্রকার নজরদারী ও নিয়ম না থাকার কারণে বিভিন্ন সাইজ, ওজন এবং আকারে পাওয়া যাচ্ছে।

বিশ্ব তামাক মুক্ত দিবসের ‘তামাক ছাড়ার অঙ্গীকারে’র যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তাতে ধোঁয়াবিহীন তামাক ছাড়ার বিষয়টি যেন গুরুত্ব দেয়া হয় সে বিষয়ে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ভিডিও দেখতে দেখুন: 
https://www.facebook.com/tabinajadmin/videos/783334239240598

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।