গণস্বাস্থ্য কেন্দ্রে লুটতরাজ, নারী কর্মীদের লাঞ্ছনা এবং মামল সংক্রান্ত বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্টের বক্তব্য
গত ২৬ অক্টোবর গণস্বাস্থ্য কেন্দ্রে সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্র, (যা মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্যে গঠিত ফিল্ড হাসপাতাল এর উত্তরসূরি) এবং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পিএইচএ ভবনে হামলা হয়েছে এবং ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। প্রায় দুই শ আতঙ্ককারি একযোগে হামলা চালায়। ছাত্রীদের তিনটি হলের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসীরা ছাত্রীদের গলা ধাক্কা দিয়ে, অকথ্য ভাষায় গালিগালাজসহ অশালীন আচরণ করে হল থেকে বের করে দেয়। এই সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিমন হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়া হয়। এর পরবর্তী পর্যায়ে নানাভাবে হয়রানী করা হয়। এর বিরুদ্ধে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ করেছেন।
এই হামলার প্রতিবাদে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিতভাবে গণস্বাস্থ্য কেন্দ্রের ইতিহাস এবং অবদান এবং হামলার ঘটনা এবং এর নেপথ্যে যারা আছেন তাদের সম্পর্কে বক্তব্য তুলে ধরা হয়েছে।