স্বাস্থ্য আন্দোলনের মানববন্ধ 'স্বাস্থ্য সেবায় কেউ বিঘ্ন ঘটাবেন না'
গত ১২ মে, ২০১৪ সকাল ১১ টায় স্বাস্থ্য আন্দোলন নেটওয়ার্ক ঢাকা মেডিকেল কলেজের বর্হিবিভাগের গেটের সামনে (দয়া করে রোগীদের সেবা দেয়া বন্ধ করবেন না, স্বাস্থ্য সেবায় কেউ বিঘ্ন ঘটাবেন না) শীর্ষক মানব বন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, রোগী, রোগীর আত্মীয় ও সাধারন জনগণ।
সভাটি স্বাস্থ্য আন্দোলনের রোকেয়া বেগম এর পরিচালনায় বক্তব্য রাখেন আমিনুর রাসুল, উন্নয়ন ধারা ট্রাস্ট, ড.এম এ সোবহান কৃষিবিদ,উবিনীগ, সীমা দাস সীমু, শ্রমবিকাশ কেন্দ্র, পলাশ বড়াল, পরিচালক, উবিনীগ।
সভায় বক্তারা বলেন, জনগণের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে সরকারী হাসপাতাল গুলিতে। কিন্তু গত কয়েক দিন থেকে দেখা যাচ্ছে ঢাকা সহ সারা দেশে হাসপাতাল গুলিতে একধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে। সেখানে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সেখানে জরুরী চিকিৎসা সেবাসহ সকল সেবা ক্ষেত্রে অচল অবস্থা সৃষ্টি হয়েছে।
ঢাকা মেডিকেলে চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গত কয়েকদিন যাবৎ কর্ম বিরতি চলছে। দূরদুরান্ত থেকে আগত রোগীদের অসহনীয় দূর্ভোগ এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও সেবা না পেয়ে হসপিটাল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। উপরোক্ত বিশৃঙ্খলা পরিস্থিতিতে সরকারের কোন রকম পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এ অবস্থার প্রেক্ষিতে রোগীরা অন্যোপায় হয়ে বেসরকারী হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন। অবস্থা দুষ্টে মনে হয় পুরো পরিস্থিতি পরিকল্পিত। প্রাইভেট ক্লিনিক ব্যবসাকে উৎসাহিত ও প্রসারিত করার জন্য বর্তমান অরাজকতা সৃষ্টি করা হয়েছে।
সভায় বক্তারা নিম্নউক্ত দাবি উপস্থাপন করেন।
- অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে জরুরী বিভাগসহ সকল বিভাগের সেবা কার্যক্রম^ সুষ্ঠ ভাবে পরিচালনা করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
- একটি বিচার বিভাগীয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয় গঠিত তদন্ত কমিটির মাধ্যমে এ পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের সাস্তির ব্যবস্থা নিশ্চিত করে স্বাস্থ্য ক্ষেত্রে বিশৃঙ্খলা স্থায়ী ভাবে বন্ধ করতে হবে।
- স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করতে হবে। জনগণের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিদ্যমান সকল সমস্যা অবিলম্বে সমাধান করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবি জানাচ্ছি।