স্বাস্থ্য আন্দোলনের কার্যক্রম
স্বাস্থ্য আন্দোলন জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চত করবার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে। বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবার ধরণ ও মানের বিচার এবং নীতি নির্ধারণী বিষয়াদির পর্যালোচনার লক্ষ্যে এই নেটওয়ার্কটি গড়ে উঠেছে ২০০০ সারে তৎকালীন সরকারের স্বাস্থ্যনীতি ঘোষণার পর। এর সদস্যরা হচ্ছেন নানান ক্ষেত্রে জড়িত চিকিৎসক, গবেষক, আইনজীবি, বিজ্ঞানী, সাংবাদিক, এবং স্বাস্থ্য কর্মী। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ের দুর্বলতা এবং বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে গণমানুষের পক্ষে সঠিক নীতির প্রণয়নের জন্য কাজ করছে স্বাস্থ্য আন্দোলন।
স্বাস্থ্য আন্দোলন বাংলাদেশের স্বাস্থ্য সেবা ও জনগণের প্রত্যাশা নিয়ে প্রতিবছর জাতীয় সেমিনারের আয়োজন করে। এবারে গার্মেন্ট শিল্পের বিভিন্ন দুঘটনায় আহত শ্রমিক ও সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার নানান দিক তুলে ধরা হয়।
স্বাস্থ্য আন্দোলনের কার্যক্রমের কিছু ছবি এখানে তুলে ধরা হলো।