চকরিয়ায় পরিবেশ বিধ্বংসী তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে শোভাযাত্রা ও সমাবেশ
কক্সবাজারের চকরিয়ায় পরিবেশ বিধ্বংসী তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশ গ্রহনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। ‘তামাক নয়, শস্য চাই, সুজলা সুফলা স্বদেশ চাই’ স্লোগানে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারী গবেষনা সংস্থা উবিনীগ ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)-এর সহযোগিতায় উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জিদ্দাবাজার স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশের আগে বের করা র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ছাড়াও শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয়ের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী ও এলাকার নানা শ্রৈণী পেশার মানুষ ও উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সুরাজপুর মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) আহমদ হোসেন ভুঁইয়া, কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. মাসুদ আলম, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, কাকারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত ওসমান মানিক, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) কক্সবাজারের আঞ্চলিক সমন্বক রফিকুল হক টিটো।
সমাবেশে সংহতি প্রকাশ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, উপজেলা এনজিও সমন্বয়কারী মোহাম্মদ নোমান, শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহামুদুর রহমান চৌধুরী, উপজেলা স্কাউট শিক্ষক আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মুছা, মাসুদুর রেজা চৌধুরী, ক্রেল প্রকল্পের সাইট অফিসার মো.আবদুল কাইয়ুম, সার্ভ বাংলাদেশের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক মাকছুদুল আলম মুহিত, সূর্যের হাসির ক্লিনিকের ব্যবস্থাপক হুমায়ুন মোল্লা, প্রশিকার উপজেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম, উপজেলা সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো.মহিউদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহমদ কবির, নজরুল ইসলাম, আবু তাহের, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, শিক্ষক আসহাব উদ্দিন পুতু, সুরাজপুর-মানিকপুর ইউপি সদস্য মোবারক হোসেন সিকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চলতি মৌসুম থেকে চকরিয়ায় আর এক ইঞ্চি জমিতে তামাক চাষ করতে দেওয়া হবে না। তামাক প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর প্রদক্ষেপ নেয়া হবে। প্রয়োজনে তামাক চাষ এলাকায় সার বিতরণ বন্ধ করে দেওয়া হবে। এ চাষের কারনে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। নষ্ট হচ্ছে জমির উর্বরতা শক্তি। বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে জনবসতি পুর্ণ এলাকায় তামাক চাষ করার কারনে এতদাঞ্চলের হাজার হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নারী ও শিশুরা। তামাক চাষের পরিবর্তে বিকল্প চাষ উদ্ভাবনে সরকারের মাধ্যমে কৃষি বিভাগ প্রয়োজনীয় সহায়তা দেবে।