তথ্যচিত্র তামাকে ক্ষতি ও নারী


ভূমিকা

তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) গঠনের পর থেকে আমরা বুঝতে পারছি, এই কাজ আরও অনেক আগে শুরু করা দরকার ছিল। যাদের সাথেই আমরা কাজ করেছি তাঁদের এটা বোঝানোর দরকার পড়ে নি যে তামাকজাত দ্রব্যের ব্যবহার নারীদের জন্য কত ক্ষতিকর। তারা নিজেরা ব্যবহার করুক কিংবা তার আশে পাশে, ঘরে বাইরে যারা আছে তারা করুক, তামাকের ক্ষতি থেকে নারীর রেহাই পাওয়া খুব কঠিন কাজ। তবুও এখন থেকেই কাজ করলে অনেক উপকার হতে পারে। তাই তাবিনাজ খুব সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছে।

উল্লেখ্য, নারীগ্রন্থ প্রবর্তনা ৩১ মে, ২০১০ সালে বিশ্ব তামাকমুক্ত দিবসে নারী সংগঠন সমূহের সাথে সভা করতে গিয়ে তাবিনাজ গঠনের উদ্যোগ গ্রহণ করে।

মূল কাজ হচ্ছে নারীদের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। নারী নিজে তাকে রক্ষা করতে পারলে তার পরিবারের অন্য সকলেও রক্ষা পাবেন এমন আশা নিশ্চয়ই করা যায়। কিন্তু এই কাজ ভাল ভাবে করতে হলে আমাদের যথেষ্ট তথ্য দরকার। তাবিনাজের কাজ করতে গিয়ে আমরা দেখেছি তথ্য যা আছে, তা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে সঠিকভাবে ব্যবহার করা যায় না। এই সুযোগ নিয়ে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার হচ্ছে এবং মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এই দ্রব্যের উৎপাদন থেকে শুরু করে প্রতিটি ধাপেই ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই তাবিনাজ তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে ক্ষতির বিরুদ্ধে নারীদের সংগঠিত করে প্রতিরোধ গড়ে তুলতে চায়। এই উদ্দেশ্যে তামাক চাষ ও তামাকজাত দ্রব্যের ব্যবহারের নানা ক্ষতির কথা তুলে ধরে এই তথ্য চিত্র প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে সব তথ্য আছে এমন দাবী আমরা করবো না, তবে প্রয়োজনীয় কিছু তথ্য অবশ্যই আছে যা আমাদের কাজে লাগবে। আমরা হাতের কাছে যা পেয়েছি, তাই দিয়ে প্রথম তথ্য চিত্র প্রকাশ করছি। ভবিষ্যতে আরও তথ্য চিত্র প্রকাশ করা হবে।

তামাক ব্যবহার ও তামাক চাষে নানাবিধ ক্ষতির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নারীগ্রন্থ প্রবর্তনা বিশেষভাবে নারীর ক্ষতির দিকটি সামনে তুলে এনে তামাকের বিরুদ্ধে নারীকে সচেতন করবার জন্য ‘তামাক বিরোধী নারী জোট’ (তাবিনাজ) গঠনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে তাবিনাজের সচিবালয় হিসাবে কাজ করছে। তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট-এ সদস্যদের মদ্যে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে নারীগ্রন্থ প্রবর্তনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাবিনাজের তরফে তামাকের ক্ষক্ষির বিরুদ্ধে নারীদের সচেতন করাবার জন্য এই পুস্তিকাটি আশা করি সকলের কাজে লাগবে।

এই পুস্তিকাটি দেখতে এখানে ক্লিক করুণ

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।