তামাক পণ্যের দাম বৃদ্ধির উপর কিছু কথা
তামাকসেবীদের মতামত: টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকার দাইমা জরিনা বেগম। তাঁর বয়স ৫৪ বছর। স্বামী আয়েন উদ্দিন। ৪/৫ বছর যাবৎ পানের সাথে সাদা (সাদাপাতা) খাওয়া শুরু করেন। সাদা বলতে বাজার থেকে সাদাপাতা কিনে সেটাকে পানিতে ধুয়ে আবার শুকিয়ে তারপর ব্যবহার করে। তিনি শ্বাশুড়ী এবং দাদী শ্বাশুড়ীকে দেখেছেন পানের সাথে সাদা খেতে। তার সাথে একটু আধটু মিষ্টি জর্দাও খেতেন। তাকে জিজ্ঞেস করা হয় পান খাওয়া শুরু করলেন কিভাবে? তিনি বললেন, শ্বাশুড়ী আমারে পান বানাই দিতো আর কইতো পান খাও নইলে মুখ দিয়া আইটা গন্ধ হোবো। সেসময়ই পানের সাথে সাদা খাওয়া শুরু করেন জরিনা বেগম।
জরিনা বেগমের দাঁতের ব্যাথা পান খাওয়া শুরুর আগে থেকে। শ্বাশুড়ী বলতো সাদাপাতা দিয়ে পান খেলে দাঁতের ব্যথা সারবে। দাঁতের ব্যথা ছাড়াও কোমড় ব্যথা, হাটু ব্যথা ছিল জরিনা বেগমের।
একদিন এসএসএস হাসপাতালের পরিদর্শক তানজিনা গ্রামে আসে তার কাজে। সেসময় জরিনা বেগমকে দেখে এসএসএস হাসপাতালে এসে ডাক্তার দেখাতে বলেন। ছেলে ইমান আলীর সাথে এসএসএস হাসপাতালে যান তিনি। হাসপাতালের ডাক্তার ওয়াজেদ বলেন, পানের সাথে সাদা খাওয়া বন্ধ না করলে চিকিৎসা করবো না। ওষুধ লেখতে পারবো না। বাড়িতে যাইয়া জর্দা কিনে খান তাইলে অসুখ ছাড়বে। ডাক্তারের কথা শুনে তার ছেলে (ইমান আলী) বাড়িতে এসে মাকে পান সাদা খেতে বন্ধ করতে বলে। মা জরিনা বেগম এক সময় পানের সাথে সাদা খাওয়া বন্ধ করে দেয়। জরিনা বেগম দাঁতের ব্যাথার জন্য কোন ডাক্তার দেখান নাই। দাঁতে পোকা ধরার কারণে আস্তে আস্তে দাঁত ভেঙ্গে পড়ে যায়। এখন আর পোকা খাওয়া দাঁতও নেই তার দাঁতের ব্যাথা নাই।
২. জরিনা বেগমের কাছে নতুন তথ্য জানতে পারলাম, তার বাড়িতে কামলা (শ্রমিক) কাজ করে ১২ জন। কামলাদের পান বিড়ি না দিলে কাজ করে না। তাদেরকে পান এবং আকিজ বিড়ি কিনে দেয়ার জন্য দোকানে যায় আনতে। দোকানে গিয়ে দেখেন আগে (জুন মাসের আগে) এক প্যাকেট আকিজ বিড়ির দাম ছিল ৭ টাকা। বর্তমানে (জুন মাসে) সেটার দাম হয়েছে ১৩ টাকা। জর্দার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ১২জন কামলা ৬ দিনে এক কৌটা রতন জর্দা শেষ করছে। যার দাম বর্তমানে ৬০ টাকা হয়েছে। দাইমা জরিনার মতে, দাম বাড়লে যদি খাওয়া বন্ধ হয় তাইলে দাম বাড়া ভাল হইছে।
জর্দার দাম বাড়ার প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জরিনা বেগম তার দেবর মোঃ আজিজের কথা বলেন। মোঃ আজিজ গাছ কাটার কাজ করেন। স্ত্রী জর্দা কিনে আনার কথা বলতেই স্বামী রেগে তার স্ত্রীকে বলেন, ‘সারাদিন জাবর কাটিস, ৪০ টাকার কৌটা ৬০ টাকা হইছে। যা কিনা আইন্না খা’।
৩. কার্তিক মিস্ত্রি। পেশায় কাঠমিস্ত্রী। তিনি আগে এক শলাকা পাইলট সিগারেট কিনেছেন দেড় টাকা দিয়ে। কয়েক দিন যাবৎ (জুন মাস থেকে) তিনি এক শলাকা পাইলট সিগারেট ৩ টাকা দিয়ে কিনে ব্যবহার করছেন। তিনি বলেন সিগারেট খামু না এহন পান খামু। তাকে বলা হোল জর্দার দামও ডাবল বাড়ছে। তিনি বলেন তাইলে সবি বাদ দিমু। বাড়িওয়ালীরে পান খাওয়া বন্ধ করছি। জিজ্ঞেস করি দাম বাড়ার কারণে বন্ধ করাইছেন? তিনি বলেন, না অসুখ হইছিলো তহন থিকা বন্ধ করাইছি।
তামাক পন্য বিক্রেতার মতামত:
টাংগাইল জেলার পাথরাইল বাজারের যতীন্দ্রনাথ ও কোমল কুমারের পান জর্দার দোকান থেকে তামাক পণ্যের দাম বৃদ্ধির ব্যাপারে তথ্য নেয়া হয়। তবে বিক্রেতারা বলেন জুন মাসের পরে দাম আরো বাড়তে পারে।
জর্দার নাম | পরিমান | পূর্বের মুল্য | জুন ২০১৬ মাসের মুল্য |
রতন জর্দা | ১০০ গ্রাম ৫০ গ্রাম ১৫ গ্রাম |
১০০ টাকা ৫০ টাকা ১৫ টাকা |
১০০ টাকা ৫৫-৬০ টাকা ১৫ টাকা |
পাতি জর্দা | উল্লেখ নাই | ১০ টাকা | ১২ টাকা |
হাকিমপুরী জর্দা | ১৫ গ্রাম | ১৫ টাকা | ১৫ টাকা |
শোভা জর্দা | ১০০ গ্রাম | ৮০ টাকা | ৮০ টাকা |
শাহাদত | ৫০ গ্রাম | ২৫ টাকা | ২৫ টাকা |
মায়াপুরী জর্দা | ৫০ গ্রাম | ৩০ টাকা | ৩০ টাকা |
সর্দার জর্দা | ১৫ গ্রাম | ৫ টাকা | ৫ টাকা |
দরবার জর্দা | ১০ গ্রাম | ১০ টাকা | ১২ টাকা |