ধোঁয়াবিহীন (জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি) তামাক নিয়ন্ত্রণে কৌশলপত্র প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


ধোঁয়াবিহীন তামাক দ্রব্যের ব্যাপক ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব বিবেচনায় রেখে সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সফল করার জন্যে ধোঁয়াবিহীন তামাক দ্রব্য (নিয়ন্ত্রণ) কৌশল পত্র প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর যৌথ উদ্যোগে ১৭ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে রাজধানীর ফার্স হোটেল এন্ড রিসোর্ট-এ ধোঁয়াবিহীন (জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি) তামাক নিয়ন্ত্রণে কৌশলপত্র প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকসানা কাদের, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ধোঁয়াবিহীন তামাক (নিয়ন্ত্রণ) কৌশল পত্র উপস্থাপন করেন মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব, কেবিনেট ডিভিশন। কৌশল পত্রের পাশাপাশি তিনি তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (২০১৩ সালে সংশোধনী)-এর পরবর্তী সংশোধনীতে ধোঁয়াবিহীন তামাক দ্রব্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ধারা সংশোধনের প্রস্তাব পেশ করেন। জর্দা-গুল উৎপাদনের বিভিন্ন দিক মনিটরিং এবং বিক্রি সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাবের মধ্যে রয়েছে তামাকজাত দ্রব্য বিক্রয়ের লাইসেন্সধারী ডিলার ছাড়া কোন ব্যক্তি তামাকজাত দ্রব্য মজুদ ও বিক্রয় করতে না পারা এবং কোন লাইসেন্সধারি কোন এলাকায়, কি পরিমাণ তামাকজাত দ্রব্য বিক্রয় করতে পারবেন তা লাইসেন্সের শর্তে উল্লেখ থাকার প্রস্তাব করা হয়। সংশোধনী প্রস্তাবে বলা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশ গজের মধ্যে কোন তামাকজাত দ্রব্যের দোকান বা পয়েন্ট অব সেলস্ স্থাপন করা যাবে না। পান-সুপারির দোকানে তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাবে না। সচিত্র সতর্কবাণীর পাশাপাশি প্রস্তাব করা হয় ভোক্তাদের আকৃষ্ট করার জন্য বা স্বাদ বৃদ্ধি করার জন্য তামাকজাত দ্রব্যের সঙ্গে কোনরূপ মিষ্টি দ্রব্য/মশলা/সুগন্ধি/আসক্তিমূলক দ্রব্য/রঙ/ফ্লেভার ইত্যাদি ব্যবহার করা যাবে না। অর্থাৎ তামাকজাত দ্রব্যের সঙ্গে তামাক ছাড়া অন্য কোন কিছুই ব্যবহার করা যাবে না। এ ছাড়া তামাকজাত দ্রব্য উৎপাদনস্থল/কারখানায় শিশুদের (১৮ বছরের নিচের বয়সের) শ্রমিক হিসাবে ব্যবহার দন্ডনীয় অপরাধ হিশেবে গণ্য করার জোর প্রস্তাব করা হয়।


Audience

AudienceAudience


শুরুতে তাবিনাজের পক্ষ থেকে প্রেক্ষাপট বর্ণনা করেন তাবিনাজের আহবায়ক ফরিদা আখতার। তিনি বলেন তামাক সেবনকারির অধিকাংশই ধোঁয়াবিহীন তামাক, যেমন পানের সাথে জর্দা, গুল, সাদাপাতা সেবন করেন অথচ নীতি নির্ধারণী পর্যায়ে ধোঁয়াবিহীন তামাক দ্রব্য উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ খুব কম। “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (২০১৩ সালে সংশোধনী)-এর সকল ধারা ধোঁয়াবিহীন তামাক নিয়ন্ত্রণের জন্য প্রযোজ্য নয়। ফলে ধোঁয়াবিহীন তামাক নিয়ন্ত্রণ করতে হলে আলাদা কৌশল পত্র এবং এই আইনের পরবর্তী সংশোধনীতে সে ধারা গুলো সংযোজন ও সংশোধন প্রয়োজন। জর্দা, গুল ও সাদাপাতা উৎপাদনের ওপর নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা না থাকায় যেখানে-সেখানে, এমনকি বাড়িঘরের ভেতরে উৎপাদন করা হয়। ফলে শ্রমিকের স্বাস্থ্য হানী ঘটে, কর ফাঁকি দেয়া হয়। এবং উৎপাদনের প্রক্রিয়ার কারণেও উৎপাদিত পণ্য ক্ষতিকর হতে পারে। ধোঁয়াবিহীন তামাক দ্রব্য বাজারজাত করণ এবং ছোট ছোট দোকানে বিক্রির ওপর কোন নজরদারি নেই। বিক্রেতারা সিগারেট বিড়ির ক্ষতি সম্পর্কে জানলেও জর্দা-গুলের ক্ষতি সম্পর্কে জানেন না। ফলে না জেনেই তারা চায়ের দোকানে, রকমারী পণ্যের দোকানে বিক্রি করছে। একই এলাকায় অনেক ছোট ছোট বিক্রেতা জর্দা বিক্রি করছেন। ছোট শিশুদের এই কাজে নিয়োগ করা হচ্ছে। ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিশেষ করে জর্দা-গুল ও সাদাপাতার দাম অত্যন্ত কম। মাত্র ২ টাকার প্যাকেট, ৫ টাকার মধ্যে কিনতে পাওয়া যায়, কিংবা খুচরা বিক্রি হয়। ফলে এসব দ্রব্য সাধারণ গরিব ক্রেতাদের মধ্যে খুব সহজলভ্য হয়ে ওঠায় এর ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।


Audience WHO


মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, ক্যান্সার গবেষনা ইন্সটিটিউটসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি এবং তামাক নিয়ন্ত্রণে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন। খুব প্রাণবন্ত আলোচনায় কৌশল পত্রে অন্তর্ভুক্ত করার মতো গুরুত্বপুর্ণ পরামর্শ উঠে আসে। তবে ধোঁয়াবিহীন তামাক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হলে ব্যবহারকারীদের মধ্যে এর ক্ষতি সম্পর্কে সচেতন করার পক্ষে অধিকাংশ বক্তারা মত দেন। উৎপাদনের ক্ষেত্রে জর্দা-গুল উৎপাদনকারি ফ্যাক্টরীতে যারা কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আছে কিনা দেখার জন্যে পরামর্শ দেয়া হয়।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।