ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য জর্দা ও গুল উৎপাদন
বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের অন্যতম যেখানে পৃথিবীর ৯০% ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য সেবনকারী লোক বাস করেন। এত উচ্চ সংখ্যক সেবনকারী এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির প্রেক্ষিতে ১৫ বছর বয়সের উর্ধ্বে জনগণের মধ্যে ৩০% ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের হার ৩০% কমানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সংখ্যাগত ভাবে ১১ দেশে প্রায় ২৫০ মিলিয়ন পূর্ণ বয়স্ক মানুষ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য সেবন করেন। এ সব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং তিমুর লেসটে। (primenews.com.bd September 11, 2013)
তামাক বিরোধী নারী জোট পরিচালিত এ অনুসন্ধানমূলক গবেষণা বিশেষ ভাবে লক্ষণীয় এ জন্য যে নারীরাই ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের প্রধান ব্যবহারকারী। নারীগ্রন্থ প্রবর্তনার নেতৃত্বে ২২টি তাবিনাজ সদস্য সংগঠন ৭টি বিভাগের ৩৮টি জেলায় সরাসরি এ গবেষণার সাথে যুক্ত ছিলেন। প্রধান দুইটি ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য যেমন জর্দা ও গুলের তথ্য সংগ্রহ করা হয়। নীতিগত বিষয় ও গণসচেতনতা সৃষ্টির জন্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নিবেদিত একটি কার্যকর গবেষণা হিসাবে এ কাজটি পরিচালিত হয়। বাস্তবপক্ষে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় না। এ গবেষণা প্রধানতঃ আর্থিক ও শ্রমিক নিয়োগ সম্পর্কিত বিষয়ের মধ্যেই সীমিত রয়েছে। সেবনকারীদের বিষয় সীমিত সংখ্যক পরিবারে তথ্য সংগ্রহ করা হয়েছে। সে যাই হোক এ ধরণের গবেষণা এদেশে এ বিষয় প্রথম উদ্যোগ।