দেশের তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো


ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩-তে “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধানের (গ) “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বা উহার ব্যবহার উৎসাহিত করিবার উদ্দেশ্যে, কোন দান, পুরস্কার, বৃত্তি প্রদান বা কোন অনুষ্ঠানের ব্যয়ভার (sponsor) বহন করিবেন না; উল্লেখ আছে। কিন্তু

দেশের তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বেনসন সিগারেটের প্রচারণা বৃদ্ধি করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টার্গেট করে গত ২১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) কনসার্টের আয়োজন করেছিল। তামাক বিরোধী সংগঠন ও গণমাধ্যমে সক্রিয় প্রতিবাদের কারণে এক কার্যক্রম স্থগিত করা হয়।

বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর (বিএটি) আইন অমান্যে শাস্তির দাবী করেছে বিভিন্ন তামাক বিরোধী কাজের সংগঠনগুলো। কনসার্টের আয়োজনের প্রতিবাদে শাহাবাগ থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে পর্যন্ত আয়োজিত র্যাসলি শেষে সমাবেশে বক্তারা এ দাবি জানান। আইন অমান্য করে বিএটি‘র এ ধরণের প্রচারণা সরকার, রাষ্ট্র ও আইনের প্রতি অশ্রদ্ধা।


Tabinaj


র‌্যালি শেষে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সম্পাদক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, মানবিকের উপদেষ্টা রফিকুল ইসলাম মিলন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ইবনুল সাইদ রানা, গ্রীণ মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, একলাবের প্রকল্প সমন্বয়কারী মাকসুদুল্লাহ, নাটাবের প্রোগ্রাম ম্যানেজার একেএম খলিলুল্লাহ, মাস্তুল ফাউন্ডেশন এর সভাপতি কাজী রিয়াজ রহমান আসিফ, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান, তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর সদস্য মাহমুদা বেগম নার্গিস, রাশেদুজ্জামান এবং উবিনীগের আব্দুর জব্বার। এছাড়াও আরো বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।