তামাকের ক্ষতি থেকে নারীকে রক্ষা কর শীর্ষক কর্মশালা
তামাকের ক্ষতি থেকে নারীকে রক্ষা কর শীর্ষক রাজশাহী ও রংপুর বিভাগে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) এর কর্মশালা
তাবিনাজ ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-র যৌথ আয়োজনে ২৮ অক্টোবর, ২০১৪ তারিখে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার নারী সংগঠদের নিয়ে বিভাগীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় এসিডি-র হলরুম রাজশাহীতে। সঞ্চালনা করেন এসিডি-র প্রোগ্রাম কোর্ডিনেটর এহসানুল আমিন ইমন। সভার আলোচনার বিষয় ছিল “নারীকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করুন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বাস্তবায়নে করণীয় নির্ধারণ’’।
আলোচনা সভার প্রথম অধিবেশনে এসিডি-র নির্বাহী পরিচালক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ফেরদৌস আজমল সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী; ডাঃ আনজুমান আরা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন; শাহনাজ বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজশাহী।
স্বাগত বক্তব্য রাখেন তাবিনাজের সদস্য ও উবিনগের পরিচালক সীমা দাস সীমু। তিনি ধোঁয়াবিহীন তামাকের ক্ষতি নিয়ে আলোচনা করেন। কর্মশালায় বাংলাদেশে ধোঁয়াবিহীন তামাকের ব্যবহারের ওপর বক্তব্য রাখেন ক্যাম্পেন ফর টোবাকো ফ্রি কিডর্সে প্রোগ্রাম ম্যানেজার ইভা নাজনীন। মূল বক্তব্য উপস্থাপন করেন-ফরিদা আখতার, আহবায়ক, তাবিনাজ এবং নির্বাহী পরিচালক, উবিনীগ। তামাক দ্রব্য সেবন ও তামাক চাষে নারীর সম্পৃক্তি ও আমাদের করণীয় বিষয়ের ওপর উপস্থাপনা করেন।
রাজশাহী ও রংপুর বিভাগের তামাক নিয়ন্ত্রন কার্যক্রম সর্ম্পকে বক্তব্য রাখেন এসিডি-র পক্ষ থেকে এহসানুল আমিন ইমন, প্রোগ্রাম কোর্ডিনেটর; শরিফা বেগম, বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, রাজশাহী; ড. আইনুল হক, আত্মার কেন্দ্রীয় প্রতিনিধি এবং তাবিনাজের পক্ষ থেকে নাসরিন পারভীন, নির্বাহী পরিচালক, সুচীতা সমাজ উন্নয়ন সংস্থা, পাবনা; রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক, মানসিকা মহিলা উন্নয়ন সংস্থা, লালমনিরহাট।
দ্বিতীয় অধিবেশনে তিনটি দলে আলোচনা এবং উপস্থাপনা হয়। আলোচনার বিষয় ছিল ১. ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বাস্তবায়ন, ২. তামাক চাষ বন্ধ করে খাদ্য উৎপাদন এবং ৩. অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট বা দ্বারা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ।
কর্মশালায় অংশগ্রহন করেন রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার নারী সংগঠন, নেতৃস্থানীয় পাবনা ও লালমনিরহাটের তাবিনাজের সদস্য; সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), রাজশাহী বিভাগ; অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী; প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন; জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজশাহী; বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, রাজশাহী; ক্যাম্পেন ফর টোবাকো ফ্রি কিডস্; আত্মার কেন্দ্রীয় প্রতিনিধি (সাংবাদিক); সাব ইন্সপেক্টর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ; নিউ গভঃমেন্ট ডিগ্রী কলেজের শিক্ষক;