ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে তাবিনাজের মতবিনিময় সভা


ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি, মূলক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৪ ফেব্রুয়ারী ২০১৫, সকাল-১১:০০ ঘটিকায় নগর ভবনস্থ সেমিনার কক্ষে।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইউপিএইচসিএসডিপি'র প্রোগ্রাম অফিসার, ডাঃ সানজিদা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খোন্দকার মিল্লাতুল ইসলাম।

মূল বক্তব্য উপস্থাপন করেন তাবিনাজ ও নারীগ্রন্থ প্রবর্তনার সমন্বক সাইদা আখতার এবং ক্যাম্পেন ফর টোবাকো ফ্রি কিডস্রে প্রোগ্রাম ম্যানেজার ইভা নাজনীন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান। সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. মোঃ মাহবুবুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষদের কাছে তাবিনাজের প্রস্তাবঃ

১. ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য “বিড়ি, সিগারেট, জর্দ্দা, গুল, সাদাপাতা ইত্যাদি” ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব দ্রব্য ব্যবহার কমাবার জন্য ব্যাপক সচেতনতার কাজ করতে হবে।

২. ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য “বিড়ি, সিগারেট, জর্দ্দা, গুল, সাদাপাতা ইত্যাদি” কেনা বা বিক্রির কাজে শিশুদের ব্যবহার করলে তা আইনের আওতায় নিয়ে আসা।

৩. তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বা ব্যবহারে উৎসাহিত করলে তা আইনের আওতায় নিয়ে আসা।

তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে সকল সিদ্ধান্ত গ্রহন করে তা হলোঃ

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে সকল কমিউনিটি সেন্টার তামাক মুক্ত করা হবে
  • নগর ভবনের রিসেপশন ও প্রবেশ গেটে তাবিনাজের সাইনেজ লাগানো হবে
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘স্বাস্থ্য বিষয়ক’ কার্যক্রমের মধ্যে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ক্ষতির দিক যুক্ত করা হবে

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2015


মতবিনিময় সভার শুরুতে তাবিনাজের তৈরী ‘ধোঁয়াবিহীন ও ধোঁয়াযুক্ত তামাক থেকে বিরত থাকুন’ সাইনেজ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।