তামাকজাত পণ্যের ওপর কর আদায় করার দাবিতে তাবিনাজের জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন
ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য জর্দা ও গুল কারখানার অধিকাংশরই সাইন বোর্ড বা কোন নাম ফলক না থাকায় বেশীর ভাগ কারখানাগুলোকে চিহ্নিত করা যায় না। সরকারের কর ফাঁকি দিয়ে তারা ঘরোয়া পরিবেশে দিনের পর দিন এই কাজ করে যাচ্ছে। এই সকল কারখানাগুলো করের আওতায় আছে কি না জাতীয় রাজস্ব বোর্ডের খতিয়ে দেখা উচিত। তামাকজাত পণ্যের মধ্যে বিশেস করে ধোঁয়াবিহীন তামাক পণ্য যেমন জর্দা, গুল ইত্যাদি কর আরোপের আওতায় এনে দাম বাড়িয়ে এর ব্যবহার কমানোর দাবি তুলছে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)।
আইনের সঠিক বাস্তবায়ন ও জর্দা, গুল কারখানাগুলিকে ট্যাক্স ও ভ্যাট এর আওতায় আনা এবং সকল ধরণের তামাক পণ্যের ওপর ৭০ শতাংশ কর বৃদ্ধির দাবিতে ২২ মার্চ, ২০১৫ তারিখে লালমনিরহাট, নরসিংদী, নওগাঁ, যশোর, চট্টগ্রাম, খুলনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলার প্রেস ক্লাবে তামাক বিরোধী নারী জোট-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সদস্য, সংগঠন, শিক্ষক, এ্যাডভোকেট, পৌরসভার কাউন্সিলর, অধ্যাপক, জনপ্রতিনিধি, জাতীয় পত্রিকা, স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তাবিনাজের দাবি :
১. ধোঁয়াবিহীন তামাকপণ্যের ব্যবহারের হার বর্তমানে বাংলাদেশে ধোঁয়াযুক্ত তামাক যেমন সিগারেট ও বিড়ির চেয়েও বেশি। তাই জর্দা, গুলসহ সব ধরণের তামাকপণ্যের ওপর উচ্চহারে কর আরোপ অর্থাৎ এ বছর (২০১৫-২০১৬) বাজেটে ৭০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করতে হবে। ফলে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমে গেলেও রাজস্ব আয় বাড়বে।
২. জর্দ্দা, গুল, বিড়ি, সিগারেটের উপর করারোপ করার জন্য বাজেট তৈরীর সময় গুরুত্ব আরোপ করা প্রয়োজন।
৩. জর্দ্দা, গুল কারখানায় সরকারি তদারকি বা নজরদারিতে ও করের আওতায় আনা নিশ্চিত করা হোক।
৪. বিড়ি শ্রমিকের দোহাই দিয়ে বিড়ি মালিকরা বিড়ির ওপর কর আরোপ করা এবং বিড়ি কারখানা বন্ধ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। নারী ও শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন শিল্প বন্ধ করে বিড়ি, জর্দ্দা ও গুলের শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের ব্যবস্থা থাকতে হবে।
৫.আদায়কৃত সর্ম্পূণ ট্যাক্স ক্যান্সার ইনষ্টিটিউট ও হৃদরোগ ইনষ্টিটিউট এ ব্যবহার করা।