তামাক কোম্পানি পুরস্কারের বিরুদ্ধে তাবিনাজের জেলা পযার্য়ের প্রতিবাদী মানববন্ধন:
‘নারী-বান্ধব (?) কোম্পানি হিসেবে তামাক কোম্পানি’ বিএটিসি’কে পুরস্কার দেয়া ও গ্রহণকরা নারীর অবমাননা ও আইনের লঙ্ঘন, এ পুরস্কার প্রত্যাহার করতে হবে।
গত ৮ই মার্চ, ২০১৫ বিশ্ব নারী দিবসের প্রাক্কালে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি `Most female friendly Organization’ হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের কাছ থেকে পুরস্কার পেয়েছে। খবরটি প্রকাশিত হয় ডেইলি স্টার পত্রিকায় ১৭ মার্চ, ২০১৫ তারিখে। বাংলাদেশে তামাক বিরোধী নারী জোটের (তাবিনাজ) পক্ষ থেকে বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানিকে পুরস্কার দেয়ার প্রতিবাদ জানিয়ে দেশের ১৪টি জেলায় ৩০ ও ৩১মার্চ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, রংপুর, নরসিংদী, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, বান্দরবান, কক্সবাজার, ভোলা, সাতক্ষীরা, মাগুড়া ও ঢাকা জেলায়।
জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের সামনে, চৌরাস্তার মোড়ে, সদর হাসপাতালের সামনে, বাজার এলাকায়, বাসস্ট্যান্ডের মোড়ে, মাকের্টের সামনে এবং পাবলিক লাইব্রেরীর সামনে।
জেলা পযার্য়ের মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সংগঠন, তৃণমূল পযার্য়ের নারী সংগঠনের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, প্রতিবন্ধি সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল কর্মচারী, প্রেসক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রভাষক, আইনজীবী, কমিউনিষ্ট পার্টির সভাপতি এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ ।
মানববন্ধন থেকে কোম্পানীর পুরস্কারের প্রতিবাদে তাবিনাজের দাবি তুলে ধরা হয়:
১. তামাক কোম্পানীর পুরস্কার প্রত্যাহার করতে হবে।
২. তামাক কোম্পানীর পরোক্ষ বিজ্ঞাপন প্রচারণা করা চলবে না।
৩. নারীদের ক্ষতি করে এমন কোম্পানিকে পুরস্কার দেয়া চলবে না।
৪. আন্তর্জাতিক নারী দিবসকে এভাবে কলুষিত করতে না দেয়ার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ।