বিটিবেগুন বিরোধী মোর্চার সমাবেশে হামলা


গত ৯ মার্চ,২০১৪ ঈশ্বরদী উপজেলা ছলিমপুর ইউনিয়ন ভাড়ইমারী বড় বটতলায় পূর্ব ঘোষিত বিটিবেগুন বিরোধী সমাবেশ হবার কথা ছিল সকাল ১১টা, যথা সময় বিটিবেগুন বিরোধীর মোর্চার লোকজন সভাস্থানে উপস্থিত হয়। সভা শুর হবার আগে বিটিবেগুন বিরোধী মোর্চার অন্যতম সদস্য ফরিদা আখতারসহ একটি দল ছলিমপুরে বিটিবেগুনের মাঠ পরিদর্শন জন্য সুমন মিয়ার মাঠ দেখতে যান। কিন্তু রাজনৈতিক স্থানীয় কিছু দলের পরিচয় দিয়ে কৃষক সমুনকে ক্ষেতে আসতে দেননি। এমন অবস্থায় ভাড়ইমারীর সভাস্থান থেকে মোবাইলে ফোনে মাধ্যেমে খবর আসে যে এখানে বিটিবেগুনের বিরুদ্ধে সমাবেশ করা যাবে না। সভাস্থানে উপস্থিত লোকজনের উপর লাঠি নিয়ে হামলা চালায়। তারপর ভাড়াইমারী বড়বটতলা থেকে সরে এসে আনন্দ বাজার মোড়ে লোকজন অবস্থান করে। সেখানে এসেও হামলাকারীরা আবারো আক্রমণ করে। তারপরে সাংবাদিকদের উপস্থিতিতে লোকজন সিন্ধান্ত নেন যে বিটিবেগুনের ক্ষেতের পাশে তারা মানববন্ধন করবে। এই সময় স্থানীয় আওয়ামী-লীগের পরিচয়ধারী কিছু উচ্ছংখল লোকজন ওয়াজেদ মেম্বর ও ব্লক সুপারভাইজার আব্দুর রশিদের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসীরা এই মানববন্ধনে হামলা চালায়। নারী ও পুরুষ কৃষকসহ প্রায় ১৫জন আহত হন। সাংবাদিকদের ছবি তুলতে বাধা এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমন অবস্থায় এলাকাবাসী এসে হামলাকারীদের হাত থেকে কৃষকসহ বিভিন্ন পেশার লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাবার জন্য সাহায্য করে।

সাংবাদিকদের উপস্থিতিতে বিটিবেগুন বিরোধী মোর্চার পক্ষ থেকে ফরিদা আখতার ওয়াজেদ মেম্বর ও তার লোকের সাথে কথা বলে তাদের জানান যে এই বেগুন আগে পাশের ফসলের ক্ষতি করতে পারে এবঙ এর স্বাস্থ্য ও পরিবেশ ঝুকিঁ রয়েছে, এই কারণে তারা আজ এখানে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এলাকার কৃষকদের সচেতন করতে এসেছেন।

এর পর স্কুল মাঠের সামণে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।


ছাপবার জন্য এখানে ক্লিক করুন



৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।